মেয়েটিকে খুঁজে পেতে পারে আপনার একটি শেয়ারে তার পরিবার
লেখক : AjKMuSbt | প্রকাশ: ২০২০-০১-২৪ ১৬:৪২:৫০

ডেস্ক: নিউজ কলেজে গিয়েছিল মেয়েটি। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। গত তিনদিন ধরে নিখোঁজ। বাবা মা সহ পরিবারের সবাই দিশেহারা। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। যদিও এখনো মেয়েটির খোঁজ পাওয়া যায়নি। আপনার এক শেয়ারেই মেয়েটিকে খুঁজে পেতে পারে পরিবার!
মেয়েটির নাম অঙ্কিতা বিশ্বাস, বয়স ১৯ বছর। মেয়েটির বাড়ি নদীয়া জেলার রানাঘাট পাইরাডাঙ্গাতে। পিন- ৭৪১২৪৭।