স্টার্ফ রিপোটারঃ২৫আগস্ট
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ সেপ্টেম্বর থেকে আবারও সারাদেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এর মধ্যে আরও টিকা চলে আসবে। ফলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রথম ডোজ নেওয়া কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন টিকা প্রত্যাশীরা।
Discussion about this post