নিজস্ব প্রতিবেদকঃ০৯সেপ্টেম্বর
নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মসজিদ নির্মাণ কাজের ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির অনুমতিক্রমে বেইজ ঢালাইয়ের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন,
স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন, সরকারী গাড়ী চালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান জানান, মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক-কর্মচারীসহ হাসপাতালে আগত রোগী সাধারণ এবং তাদের স্বজনের নামাজ আদায়ের সুযোগ পাবে।
Discussion about this post