২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে টাঙ্গাইলে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম হীরা। উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
আয়োজক বেসরকারী সংস্থা সিআরডিডির সভাপতি আবরার এইচ ইউসুফজাই তনু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, মেহেরপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভ’রাম পাল, স্বাচিপের জেলা সভাপতি ডাঃ কামরুল ইসলাম খান ইউসুফজাই এবং সিআরডিডির উপদেষ্টা অমল ব্যানার্জী প্রমুখ।
প্রতিটি ৬ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধিরা অত্যন্ত খুশি। গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)র নির্বাহী প্রকৌশলী সিফাত মোহাম্মদ আরেফিন এ ধরনের উদ্যোগ চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post