সীতাকুণ্ড ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে তামান্না আকতার(১৭) ও অর্পা মল্লিক(১৬) নামে দুই পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের সন্ধান চেয়ে আশেপাশের বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবখানেই খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে না। তারা দুইজন লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও বান্ধবী বলে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় তামান্না আকতার(১৭) ও অর্পা মল্লিক(১৬) নিখোঁজের বিষয়ে ২টি সাধারণ ডায়েরী (জিডি নং ১২২৬ ও ১২২২ তাং ২৩/১১/২০২১) করেছেন মা ছকিনা বেগম ও অঞ্জনা মল্লিক।
একইভাবে তামান্নার মা ছকিনা বেগম র্যাব কার্যালয়েও অভিযোগ করেছেন।
জিডি মূলে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালে ৮টার দিকে উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টার পাড়ার ফুরক মিস্ত্রীর বাড়ির মৃত মাসুদ মিয়ার মেয়ে তামান্না আকতার(১৭) এবং ছোট কুমিরা ৩নং ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের মেয়ে অর্পা মল্লিক(১৬) এসএসসি পরীক্ষা দিতে ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে যায়। তারপর থেকে তারা দুইজন আর ফিরে আসেনি।
নিখোঁজ তামান্না আকতারের মা ছকিনা বেগম সিপ্লাসকে বলেন,
আমার মেয়ে খুব মেধাবী এবং নামাজী ও সৎ। আমি গরিব অসহায়। খুব দু:খ কষ্ট করে সংসার চালায়। স্বামী নেই অনেক আগে মারা গেছেন। আমার মেয়ে কোন মোবাইল ফোন ব্যবহার করে না।
কোন ছেলের সাথে সম্পর্কও নেই। তিনি কেঁদে কেঁদে বলেন, আমার মেয়ের সাথে যদি কোন ছেলের সম্পর্ক থাকতো তাহলে মেয়েকে খোঁজতাম না!
তবে তার বান্ধবী অর্পার সাথে বিদেশে পাচার হয়ে যাওয়ার শষ্কায় আছি। কারণ অর্পার আত্মীয় স্বজন দেশের বাইরে আছে তাই তাদের কোন প্রলোভনে আমার মেয়েকে পাচার করে দিতে পারে। অর্পা তার যাবতীয় টাকা পয়সা ও কাপড় চোপড় নিয়ে গেছে কিন্তু আমার মেয়ে স্কুলে পোশাক ছাড়া আর কিছুই নেয়নি।
এ দিকে মেয়েকে না পেয়ে পাগল প্রায় তামান্নার মা ছকিনা বেগম।
অন্যদিকে অর্পা মল্লিকের মায়ের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অর্পা পরীক্ষা দিতে যাওয়ার আগে তার বালিশের নিচে একটি চিটি লিখে রেখে গেছে। সেটিতে বলা হয়েছে আমি চলে যাচ্ছি আর আসব না।
তামান্না আকতার(১৭) উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, হালকা স্বাস্থ্যবান। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। অন্যদিকে তার বান্ধবী অর্পা মল্লিক (১৬) এর উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা।
কোন সহৃদয় ব্যক্তি তামান্না আকতার(১৭) ও অর্পা মল্লিক(১৬) সন্ধান পেয়ে থাকলে ০১৮৬৫-২২৮০৯৭, ০১৮১৩- ২৭৭৯৫৫, ০১৮১৫-৬২২২৪১(নিখোঁজ তামান্না আকতারের মা ছকিনা বেগম ও অঞ্জনা মল্লিক) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা এমরান সিপ্লাসকে বলেন, তামান্না ও অর্পা নামে দুই এসএসসি পরীক্ষার্থী বান্ধবী একই সাথে নিখোঁজ হওয়ার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অভিযোগ পাওয়ার পর থেকে আমরা অত্যন্ত গুরুত্বসহকারী নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর ঘটনাটি দেখছি।
Discussion about this post