বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে সুচিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
রোববার সকাল ১০ টার পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশ ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে আসতে দেখা গেছে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।
আজকের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম উপস্থিত থাকার কথা রয়েছে।
Discussion about this post