সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

পেশাগত দায়িত্বপালন কালে খুলনায় ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোটার ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে মোংলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১১ টায় মোংলা পৌর শহরের চৌধুরী মোড়ে এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ হাসান গাজী, সাবেক সাধারন সম্পাদক, দৈনিক যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি আমির হোসেন আমু, সময় টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নুর আলম শেখ ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ।

এ মানবন্ধনে বক্তরা বলেন, খুলনায় ওয়াসার ঝুকিপূর্ন পাইপ লাইনে সংযোগের সংবাদ সংগ্রহের জন্য এইচ আর সি ভবনের সামনেসহ এর আশপাশ এলাকায় ক্যামেরা ও মোবাইলে ভিডিও ধারন করতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের হাতে হামলার সিকার হয়। এসময় ক্যামেরাম্যানের হাত থেকে ভিডিও ধারন করা অবস্তায় ক্যামেরা সিনিয়ে নিয়ে বেঙ্গে ফেলে। তাই এ মানব বন্ধনে বক্তরা সাংবাদিক পান্নুর উপর হামলাকীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি সহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী রোববার সকালে খুলনা ওয়াসার ঝুকিপূর্ন পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর অতর্কীত হামলা ও মারধর সহ ক্যামেরা কেঁড়ে নিয়ে ভাংচুর করে।