পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ

পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবিলায় টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ITN-BUET এবং Bill and Melinda Gates Foundation এর সহযোগিতায় এবং কালিহাতী পৌরসভার বাস্তবায়নে পৌরসভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গাজিউর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, সচিব শিব প্রসাদ সূত্রধর, হিসাব রক্ষক ছানোয়ার হোসেন ও কন্জারভেন্সী পরিদর্শক আজিজুর রহমানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। দিনব্যাপী এ প্রশিক্ষণে ২ টি ব্যাচের মোট ২২ জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এসময় প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি