শনিবার (১৮ ডিসেম্বর ) রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির কালিহাতী পৌর এলাকার উত্তর বেতডোবা, দক্ষিণ বেতডোবা, ভূঁইয়া কামার্থী, কামার্থী, কামার্থী তাইলা পাড়া, কুষ্টিয়া, হরিপুর, সাতুটিয়া গ্রামের বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও রিক্সা চালকসহ কালিহাতী ইসলামীয়া এতিমখানা এবং সাতুটিয়া কবরস্থান এতিমখানার এতিমদের মাঝে নিজের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল-হাদী নিশাত ও কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাইমুর রহমান দুর্জয় প্রমুখ।
কামরুল হাসান
Discussion about this post