কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ নবরূপায়নের উদ্বোধন ও সম্মাননা পদক প্রদান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সংস্কার ও নবরূপায়নের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিগত এক বছরে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১ জন করে কনসালটেন্ট, ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, অফিস স্টাফ, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মীদের
সম্মাননা পদক প্রদান করা হয়।
সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি