যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভয়াবহ দাবানল পরাজিত হয়েছে তুষারপাতের কাছে। আগুন নিভে যাওয়ায় সেখানকার বোল্ডার কাউন্টির বাসিন্দারা তাদের ঘরে ফিরে আসতে শুরু করেছেন। একইসঙ্গে তুষারপাত শুরু হওয়ায় দাবানলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
গত শুক্রবার (৩১ ডিসেম্বর) মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ছয় হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। এ সময় দাবানলের আগুনে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি।
স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলের কারণে বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। বিষয়টিকে ‘ক্রিসমাস মিরাকল’ হিসেবে উল্লেখ করেন তিনি।
বাতাসের কারণে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করলে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সরিয়ে নেয়া অনেককে।
গত বছর কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম-উত্তর আমেরিকায় আগুন আরও তীব্র হয়েছে।
Discussion about this post