সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। আগামীকাল অথবা পরশু মন্ত্রিসভার রদ বদল হতে পারে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের জন্য প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে। তবে এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
মন্ত্রিসভা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, যে কোনো সময় মন্ত্রিসভার রদ বদল হতে পারে। আগামীকাল মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের দিনে পুলিশদের সঙ্গে বৈঠকের কারণে আগামীকাল বৈঠক হবে। আর আগামীকালই স্পষ্ট হবে কখন মন্ত্রিসভার এই রদ বদল অনুষ্ঠিত হবে। -বাংলা ইনসাইডার