গেল বছর দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সেখানে এবার বছরের শুরুতেই খুশির খবরও শুরু হয়েছে। আজ বিয়ে করছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
আজ( ৪ জানুয়ারি) দুপুরে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে মিমের।বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে!
গেল বছরের জন্মদিনের সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি শোবিজে পা রাখেন। পরের বছর ‘আমার আছে জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে তাকে।
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।
Discussion about this post