সৌদি আরবে রয়েছে ১৫৪টি সিনেমা হল

প্রায় তিন যুগ বন্ধ থাকার পর চার বছরে আগে আবারও সৌদি আরবে সিনেমা প্রদর্শনী শুরু হয়েছে। তবে সিনেমা মুক্তির জন্য কিছু নিয়ম মানতে হয়।

যৌ”ন”তা কিংবা স”ম”কা”মি”তা স্পর্শ করে এমন দৃশ্য থাকলে সে সিনেমা দেশটির হলে মুক্তি পায় না।

সিনেমা প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে দিনে দিনে সৌদি আরবের সিনেমার বাজার বড়ই হচ্ছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু রয়েছে। সিনেমা হলগুলোতে সর্বমোট ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শনী হয়।

এসব হলে সিনেমা মুক্তি দিয়ে দেশটি সদ্য বিদায়ী বছরে আয় করেছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিন হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

সম্প্রতি এমন আয়ের হিসাবে দিয়েছে গবেষণা সংস্থা ওমদিয়া। তাদের গবেষণায় দেখা যায়, ২০২০ সালে সৌদির সিনেমার বাজার থেকে আয় ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ৪৫০ মার্কিন ডলারে। এক বছরের ব্যবধানেই আয় বেড়েছে তিনগুণ।

গবেষণা সংস্থা ওমদিয়া বলছে, যদি এভাবে সৌদি আরবে সিনেমার বাজার দিন দিন বাড়তে থাকে, তাহলে ২০২৫ সাল নাগাদ বিশ্বের দশম সিনেমার বাজারে পরিণত হবে দেশটি।

জানা গেছে, সৌদি আরবে মুক্তির দিকে থেকে এগিয়ে রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলোর সিনেমা। শুধু সিনেমাই নয়, বর্তমানে দেশটিতে নাচের অনুষ্ঠানও নিয়মিত হচ্ছে।