করোনায় আক্রান্ত আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এছাড়া ফরাসি ক্লাব পিএসজির আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর গোল ডটকমের।
মেসি ছাড়াও করোনা টেস্টে পজেটিভ হয়েছেন পিএসজির তারকা মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল।
এক বিবৃতিতে পিএসজি জানায়, করোনা টেস্টে আমাদের চারজন তারকা ফুটবলার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল পজেটিভ হয়েছেন। আমরা তাদেরকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।
Discussion about this post