গাজীপুরে একই ফ্যানে ঝুলে প্রেমিক ও প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
৮ জানুয়ারি শনিবার বিকেলে নগরীর জাঝর উত্তরপাড়া এলাকার ডাঃ শাহীন মিয়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কালীগঞ্জের বেতুয়া এলাকার মিজানুর রহমানের মেয়ে লিমা আক্তার (২৫) ও সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে নওমুসলিম মোস্তফা শাহরিয়ার (রজত কান্তি চৌধুরী) (৩৭)।
স্থানীয়রা জানান, রজত চৌধুরী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডে অবস্থিত সিগমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন। লিমা সেখানে নার্স হিসেবে চাকরি করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনাটি জানাজানি হলে লিমা গাছা এলাকার মোটেক সোয়েটার কারখানায় মেডিকেল সহকারী হিসেবে যোগ দেন। তবে রজত চৌধুরী তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post