টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.ফরিদ আহমেদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহেমদ।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম,উপজেলা আ’লীগের সদস্য খন্দকার আ. মাতিন, রাশিদুল হাসান বাবু,বল্লা ইউনিয়ন আ’লীগ সভাপতি রাশিদুল হাসান লাভলু,ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিব আহমেদ,সাধারণ সম্পাদক মজিবর রহমান,ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয় হাসান,সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমুখ। এর আগে বিদায়ী চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহমেদকে দায়িত্বভার বুঝিয়ে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউপি সচিব আবু কাউসার।
প্রকাশ,জনবহুল এ ইউনিয়নের রামপুর গ্রাম প্রায় ২০ বছর পর চেয়ারম্যান নির্বাচিত হলো।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post