ডেঙ্গু রোগের সচেতনতায়”ফ্রিডম ব্লাড ব্যাংকের আয়োজনে’জিয়াউল হক সুমন

ইপিজেড-৩৯নং ওয়ার্ডে
ডেঙ্গু রোগের সচেতনতায়”ফ্রিডম ব্লাড ব্যাংকের আয়োজনে”
মানববন্ধন ও প্রচার র‌্যালি তে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাউন্সিলর জিয়াউল হক সুমন।
২রা আগষ্ট,শুক্রবার বিকের সাড়ে ৩টায় বন্দরটিলাস্থ মেইন সড়কের পাশে শতশত জনতা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার,ফেস্টুন,রিপল্টে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।