নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী-মডেল বিদ্যা সিনহা মিম। গত (৪ জানুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নিজ ধর্মরীতি মেনে দীর্ঘ ৬ বছরের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এ তারকা। এর আগে ৩ জানুয়ারি মিম ও সনির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
বিয়ের তিনদিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি কুমিল্লায় যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন মিম।
এই সুখের একসপ্তাহের মধ্যেই হালকা দুঃসংবাদ খবর পেলেন অভিনেত্রী। তার স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে মিম বলেন, ‘আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিকমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন ‘তারকাটা’খ্যাত এ নায়িকা।
Discussion about this post