টাঙ্গাইলের কালিহাতীতে ১২-১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের ফাইজার বায়োএনটেক এর টিকা দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত ভেন্যুতে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরাজ আহমেদ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাসুম আল মাহমুদ সহ দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কুল শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান কার্যক্রম আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
কামরুল হাাসান
টাঙ্গািইল প্রতিনিধি
Discussion about this post