টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর-টাকুর পাড়ায় দীর্ঘদিনের কাঙ্খিত সাধারণ মানুষের চাওয়া অ্যাডভোকেট জাফর আহমেদের নামে রাস্তার নামকরনের ভিত্তি স্থাপন করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকালে পৌরসভার পশ্চিম আকুর-টাকুর পাড়ায় এ রাস্তার নামকরনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পৌর কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন রশীদ আকন্দ সোনাসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ। জাফর আহমেদ রাস্তার নামকরণের ভিত্তিপ্রস্তর করায় খুশি আকুর-টাকুর পাড়ার সাধারণ মানুষ। তারা বলেন, দীর্ঘদিন যাবত আমরা এই রাস্তাটি আমাদের এলাকার কৃতি সন্তান জাফর আহমেদ’র নামে রাস্তাটির নাম দাবি করে আসছি। আজ তা আনুষ্ঠানিক ভাবে পূরণ হলো।
পরে দোয়ার আয়োজন করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি