দীর্ঘ সময় অবররুদ্ধ থাকার পর শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশের বিশেষ টিম (ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) আইটিটি ভবন থেকে উদ্ধার করেছে।
রবিবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছুনেয় আন্দোলনকারীরা।
এসময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয়নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবইেরনর ভেতরেজোর ডুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদেরবের করে দেন।
উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা ভবনের বাইওে বের হওয়ার সব গেইটে তালা লাগিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা গেইটের বাইরে অবস্থান করছেন।
আবুল কাশেম রুমন
সিলেট প্রতিনিধি
Discussion about this post