কালিহাতীর ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫টি ড্রেজার মেশিন ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৬ হাজার ফুট বালু পরিবহনের পাইপ লাইন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বেড়িপটল মৌজায় ধলেশ্বরী নদী ও তৎসংলগ্ন চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন অমান্য করে উপজেলার বিভিন্ন নদী,খাল বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ীরা। এতে করে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষিজমি ও বসতবাড়িসহ ইত্যাদি হুমকির মুখে পড়ছে।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বেড়িপটল মৌজায় ধলেশ্বরী নদী ও তৎসংলগ্ন চর এলাকায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৬ হাজারhফুট বালু পরিবহনের পাইপ লাইন ধ্বংস করা হয়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে।
তিনি আরও জানান, প্রাকৃতিক পরিবেশ ও সাধারণ মানুষের বিপুল ক্ষতি করে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি