মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ॥ গাজীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাউনে অবস্থিত জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ জানুয়ারি বুধবার অটিজম ছেলে-মেয়েদের ক্রীড়া উৎসব ২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক এস.এম. আনোয়ারুল। সহযোগিতায় ছিলেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাসার। প্রতিযোগিতায় ৩টি প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিরা অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উক্ত খেলা উপভোগ করেন।
Discussion about this post