ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সালের আসর শুরু হতে পারে মার্চের শেষ সপ্তাহে।
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, শনিবার দশ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসেছিল আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই আয়োজকেরা জানিয়েছেন, ২৭ মার্চ আসর শুরুর পরিকল্পনা করছেন তারা। শেষ হবে, মে’র শেষ সপ্তাহে।
করোনা পরিস্থিতির কারণে দর্শকশূন্য গ্যালারিতে হতে পারে আইপিএল। আর শুধু মাত্র মুম্বাইয়ের তিনটি ভেন্যুতে আইপিএল আয়োজন করতে চায় আয়োজকেরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন, ‘অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির মালিকেরা চাইছেন, ঘরের মাঠেই আইপিএল হোক। আগামী আইপিএলে দুটো নতুন টিম খেলবে। সেই কারণেই ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। সেই সঙ্গে আইপিএল শুরু হবে ২৭ মার্চ থেকে।’
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্পও ভেবে রাখছে বিসিসিআই। আইপিএল শুরুর দিনক্ষণ প্রাথমিকভাবে ঠিক হলেও নিলাম কবে হবে সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্র : দেশ রূপান্তর
Discussion about this post