ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং। তার কথাতে হাসেননি এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। সম্প্রতি ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া রোববারের ‘উইকেন্ড কা বা’- এ সালমান খানের সঙ্গে ‘বিগ বস ১৫’- তে উপস্থিত হয়েছিল।
ট্যালেন্ট-হান্ট শো হুনারবাজের ফাইনালের প্রচারণা করতে এসে হর্ষ এবং ভারতী সালমানকে বলেন, তারা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। সালমান তাদের অভিনন্দন জানান।
এরপর ভারতী বললেন, ‘হ্যা স্যার, আমাদের সকলের আশীর্বাদ এবং শুভকামনা দরকার। এছাড়াও আমার বেবি শাওয়ারের জন্য আপনার ফার্মহাউজটি দরকার। আপনি কি দয়া করে সেই জায়গাটুকো দেবেন?’
সম্মতি প্রকাশ করে হেসে ফেলেন সালমান। ভারতী হর্ষকে বলেন, ‘দেখো! আমি তোমাকে বলেছিলাম সে মিষ্টি খাবে এবং সব মেনে নেবে। ছোটখাটো বিষয়ে রাজি হন সালমান।’
ভারতী আবার সালমানের দিকে ফিরে জিজ্ঞেস করেন, ‘স্যার, আমরা করণ জোহরকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাদের সন্তানকে লঞ্চ করবেন কি না? করণ আমাদের মুখের উপর প্রত্যাখ্যান করেছিলেন। সরাসরি ‘না’ বলে দিয়েছেন। তাই আমরা এখন আপনার কাছে এসেছি। আপনি কি আমাদের সন্তানকে লঞ্চ করবেন?’
সালমান হেসে বললেন, ‘অবশ্যই আমি তোমার সন্তানকে লঞ্চ করব।’
এরপর ভারতী ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘এটাই চূড়ান্ত। সালমান খান ভারতী ও হর্ষের সন্তানকে লঞ্চ করবেন।’
Discussion about this post