টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ভূঞাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর প্রায় ৫টার টার দিকে ঘটনাস্থলে বাসটি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়ে আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post