ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া শোক বার্তায় একথা জানানো হয়।
প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ওমান আধুনিকায়নের রূপকার ও মধ্যপ্রাচ্যের দীর্ঘকালীন শাসক সুলতান কাবুস বিন সাঈদ ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭০ সাল থেকে ওমান শাসন করা কাবুস কোনো আপাত উত্তরাধিকারী নেই। তিনি অবিবাহিত ছিলেন এবং তার কোন সন্তান বা ভাই ছিল না।
সুলতান কাবুস মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘকালীন সময়ে শাসন করেছেন। তিনি ১৯৭০ এর দশকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং চার দশকের বেশি সময় ধরে রাজ্য পরিচালনা করেন।
প্রতিপক্ষ দেশ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতার সাথে ভারসাম্য বজায় রেখে চলতেন। তিনি ওমানকে সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তুলেন। তার শাসনামলে ওমান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়।
Discussion about this post