রাঙামাটিতে ইউপি নির্বাচনে নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে শপথ গ্রহণের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।
রাঙামাটির পুলিশ সুপার জানান, জানান, ২০১৮ সালে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তারা। গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
Discussion about this post