কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের একজন কোয়েল মল্লিক। নিখুঁত অভিনয় দক্ষতা আর সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা। কোয়েল ভক্তের সংখ্যাও অগণিত।
রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েলের স্টাইল স্টেটমেন্ট থাকে বরাবরই চর্চায়। এবার আকর্ষণীয় লুকে হাজির হয়ে চমকে দিলেন নেটিজেনদের।
টালিউড এই নায়িকা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিও দেখা গেছে, কোয়েলের পরনে সিলভার রঙের কাঁধ খোলা পোশাক। ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে টানা আই লাইনার এবং গাঢ় কাজল। ঝলমলে ওয়ান পিসে নেটমাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা। তার আবেদনময়ী লুক নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। প্রশংসা বাক্যে ভরে গেছে মন্তব্য ঘর।
Discussion about this post