ধনবাড়ীতে ট্রাক পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সোহেল (৩২) ও সুজন(২৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ৭ টার দিকে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার সোহেল টাঙ্গাইলে সদরে টাকুরা মধ্যপাড়া আঃরাজ্জাকে ছেলে এবং নিহত কাচাঁ মরিচ ব্যবসায়ী
সুজন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনায় কবলিত পিক-আপে কাচাঁ মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় ট্রাক ও পিক-আপের সংঘর্ষ বাঁধে।

এতে পিক-আপের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ট্রাক ও পিক-আপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি