সিলেটে শাবিপ্রবির ক্যাম্পাসের ভেতরের টিলাগুলোতে আগুন লাগায় হতাশ বিচারজ করছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২৯ জানুয়ারী) ক্যাম্পাসের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশের টিলা, শহীদ মিনার সংলগ্ন এলাকা, বঙ্গবন্ধু হল এবং সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন মোট চারটি টিলায় আগুন লাগে এবং এতে অনেক গাছ পুড়ে যায়। রোববারও থেমে থেমে আগুন জ্বলতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল বেলায় কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। এক দিকে আগুন নেভানোর পর অন্যদিকে আগুন দেয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এ ধরণের আগুন থেকে বড় ধরণের অগ্নিকান্ড সংঘটিত হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে। এবার ক্যাম্পাসে ৩০ (ত্রিশ) হাজার চারা লাগানো হয়েছিল। তাই বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ টিলায় আগুন জ্বালানোর ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার জন্য এবং এসব থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আবুল কাশেম রুমন
সিলেট প্রতিনিধি
Discussion about this post