পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ সোমবার (৩১ জানুয়ারি) মেলার পর্দা নামছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অতীতে জানুয়ারি মাস শেষ হলেও মেলা এক সপ্তাহ বাড়ানো হতো। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার মেলা সময়মতো শেষ করছে কর্তৃপক্ষ। এবার প্রথম রাজধানীর বাইরে মেলা হওয়ার কারণে দর্শনার্থী অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম হয়েছে। ভবিষ্যতে মেলায় দর্শনার্থী আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।
এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় রয়েছে ১১টি বিদেশি স্টল।
সূত্র : রাইজিংবিডি
Discussion about this post