গোপালপুরে ভোট দি‌য়ে বাড়ি ফিরেই মারা গেলেন বৃদ্ধা

ভোট দি‌য়ে বাড়ি ফিরেই মৃত্যু হয়েছে শতবর্ষ পেরোনো স‌খিনা বেওয়ার। য‌দিও জাতীয় প‌রিচয়পত্র অনুযায়ী তার বয়স  ৮৫ বছর। এই বয়‌সে নাতনীর সহ‌যো‌গিতায় জীব‌নের শেষ ভোট দি‌তে কেন্দ্রে গিয়েছিলেন তি‌নি।স‌খিনা বেওয়ার ভাগ্নে জুলহাস মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (৩১ জানুয়া‌রি) ৬ষ্ঠ ধা‌পে ইউনিয়ন প‌রিষদ (ইউপি) নির্বাচ‌নে টাঙ্গ‌াইলের গোপালপুর উপ‌জেলার আলমনগর ইউনিয়‌নের আলমনগর উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে ম‌হিলা বু‌থে স‌খিনা বেওয়া তার জীবনের শেষ ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন। তি‌নি আলমনগর গ্রা‌মের মৃত ব‌ছির উদ্দিনের স্ত্রী।

ভোট কেন্দ্রের সামনে স‌খিনা বেওয়ার ছে‌লে ম‌জিবর রহমান  তখন ব‌লেন, আম্মার বয়স ১০০ বছর ছা‌ড়ি‌য়ে‌ছে। বয়‌সের ভা‌রে ন্যুব্জ আম্মা সম্ভবত তার শেষ ভোট দি‌লেন। একা চল‌তে পা‌রেন না, তাই নাত‌নির সহ‌যো‌গিতায় বা‌ড়ি থে‌কে ভ‌্যানগা‌ড়ি‌তে তা‌কে কে‌ন্দ্রে নেওয়া হয়েছিল।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি