কালিহাতীতে অসহায় দুস্থদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বরাদ্দকৃত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, দুস্থ-অসহায় প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯জন এসব ব্যক্তিদের মাঝে ৩ লাখ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন প্রমুখ।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি