দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মেয়র এবং তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে।
মেয়র আতিক ও তার পরিবারের সদস্যরা বাসায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে, প্রয়োজন হলে সবাই হাসপাতালে ভর্তি হবেন।
ডিএনসিসির মেয়র নিজের ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
সূত্র : রাইজিংবিডি
Discussion about this post