কালিহাতীতে গৃহনির্মাণের ঢালাই কার্যক্রমের উদ্বোধন

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে টাঙ্গাইলের কালিহাতীতে গৃহনির্মাণের ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নাগবাড়ী ও বল্লা ইউনিয়নের ভাংগাবাড়ী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য খন্দকার আব্দুল মাতিন ও বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু সহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি