টাঙ্গাইলের কালিহাতীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। এ জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে শিক্ষার্থীরা কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছিল। এসময় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।
করোনাকালে এবারের সরস্বতী পূজার আয়োজন ছিল সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোনো আড়ম্বরতা ছিল না। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা কিংবা জনসমাগম হয় এমন আয়োজন অনেকটাই এড়িয়ে চলা হয়েছে উপজেলার পূজা মন্ডপগুলোতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেখানেও সরস্বতী পূজার আয়োজন ছিল সীমিত পরিসরে। এছাড়াও অন্যান্য মন্দির, পূজামণ্ডপ কিংবা ভক্তদের ঘরে ঘরেও ছিল পূজার আয়োজন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post