গণস্বাস্থ্য নগর হাসপাতালে এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ-বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা করা যাবে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
শনিবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক সেমিনারে এ তথ্য জানান গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য নগর হাসপাতাল এ সেমিনারের আয়োজন করে।
এ সময় ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যান্সার টিস্যুর ভেতর রেডিওঅ্যাক্টিভ সোর্স দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলোতে রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। এই সোর্সগুলি খুব উচ্চ মাত্রার বিকিরণ ঘটায়। সম্প্রতি গবেষণায় প্রকাশ পেয়েছে যে- উচ্চ মাত্রার বিকিরণের ফলে দুর্ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণহানি ঘটছে।
সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যান্সার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যান্সার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল, কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাই ক্যান্সার চিকিৎসা সহজ হয়েছে।
তিনি বলেন, নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিস্পোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে, এখনতো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনমেরু রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইতোমধ্যেই আমরা রেডিএপেলের সবচেয়ে আধুনিক ভার্সনের অর্ডারও দিয়েছি। আশা করি আগামী ৬ মাসের মধ্যে ডিডিআর এপেলেটরও স্থাপন করব।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্সার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম।
আরও বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার রাসকিন ও বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি।
এছাড়া সেমিনারে ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়ারে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।
সূত্র: সমকাল
Discussion about this post