হিমালয়ে পর্বতমালার মাউন্ট এভারেস্টের চূড়ার কাছের একটি হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এটি ঘটছে বলে নতুন গবেষণায় জানানো হয়েছে।
মেইন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে দ্য সাউথ কোল প্রায় ৫৫ মিটার পুরুত্ব হারিয়েছে।
কার্বন ডেটিং দেখা গেছে, বরফের উপরের স্তরটি প্রায় দুই হাজার বছরের পুরোনো ছিল। অথচ হিমবাহটি তৈরি হতে যে সময় লেগেছে তার চেয়ে ৮০ গুণ দ্রুত গতিতে তা গলতে শুরু করেছে।
গবেষক দলের প্রধান পল মায়েউস্কি ন্যাশনাল জিওগ্রাফিককে বলেছেন, ‘এই হারে গলতে থাকলে সাউথ কোল সম্ভবত কয়েক দশকের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। এটি বেশ উল্লেখযোগ্য পরিবর্তন।’
সাউথ কোল হিমবাহটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ৯০০ মিটার উপরে এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের এক কিলোমিটার নিচে।
গবেষকরা জানিয়েছেন, হিমালয়ের হিমবাহগুলি দ্রুতগতিতে গলে যাচ্ছে। হিমবাহগুলি গলে যাওয়ার সাথে সাথে হিমালয় পর্বতমালার পাদদেশে শত শত হ্রদ তৈরি হয়েছে। এগুলোতে পানির প্রবাহ বেড়ে নিম্নভূমিতে বন্যা ডেকে আনতে পারে।
Discussion about this post