কালিহাতীতে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজলার রাজাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জলিল (৩৫)। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত জলিল মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জলিলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৯শ’ টাকা। গ্রেফতারকৃত জলিল উপজলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলা। এ ব্যাপার কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কামরুল হাসান

টাঙ্গইল প্রতিনিধি