১১ দিনের ব্যবধানে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ৫ রুশ নাগরিক মারা গেছেন। এর মধ্যে রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রকল্পের আবাসিক গ্রিন সিটিতে মারা যান ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫)। তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম-এ কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ নিয়ে ১১ দিনের ব্যবধানে পাঁচ রুশ নাগরিক মারা গেলেন। এরমধ্যে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতেই মারা যান দুজন। এর আগে গত ২৬ ও ২৮ জানুয়ারি দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
Discussion about this post