এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় ঘণ্টা বাজার পর আরব আমিরাত থেকে যুব বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের ট্রফি ধরে রাখার মিশনে গিয়ে রাকিবুল হাসানের দল অবশেষে দেশে ফিরেছে অষ্টম হয়ে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইংলিশ যুবাদের সঙ্গে ৭ উইকেটের বড় হারে শুরু হয়েছিল আইচ মোল্লাদের বিশ্বকাপ। গ্রুপপর্বে কানাডা ও আরব আমিরাতকে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছিল ভালোভাবেই। কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে পেরোতে পারেনি ভারত বাঁধা। ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র ১১১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৫ উইকেটের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে ভারতীয় যুবারা।
পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে যুবারা হারে ৬ উইকেটে। আর সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরে শেষ হয়েছে বিশ্বকাপ মিশন।
Discussion about this post