‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’ খ্যাত সিলেটে বাজতে যাচ্ছে বিপিএলের দামামা। সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরতিহীন টানা তিন দিন বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রতিদিনই থাকছে ঘরের দল সিলেট সানরাইজার্সের খেলা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। আর বিকেলের ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স।
সমান ৯ পয়েন্ট নিয়ে ইমরুলের কুমিল্লা-সাকিবের বরিশাল এক ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সাকিবদের থেকে রানরেট বেশি হওয়াতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত এই দল দুটি সবচেয়ে বেশি ধারাবাহিক। ৬ ম্যাচ খেলে কুমিল্লার হার মাত্র ১টি। আর ১ ম্যাচ বেশি খেলে বরিশালের হার ২টি। এই ম্যাচে যে জিতবে নিঃসন্দেহে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে মোসাদ্দেক হোসেনের সিলেট ও মুশফিকুর রহিমের খুলনা। ৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া সিলেটের প্লে-অফে উঠার সম্ভাবনা কাগজে-কলমে টিকে আছে। সিলেটের জন্য প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় নিয়ে মাঠ ছাড়া চাই মোসাদ্দেকদের।
অন্যদিকে ৬ ম্যাচে সমান ৩টি করে জয় ও হার নিয়ে খুলনার অবস্থান চতুর্থ স্থানে।নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে হলে মুশফিকদের সামনেও জয় ছাড়া কোনো বিকল্প নেই।
দ্বিতীয় দিন বুধবার প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার ঢাকা ও দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল মুখোমুখি লড়াইয়ে নামবে। তৃতীয় দিন বৃহস্পতিবার প্রথম ম্যাচে খুলনা টাইগার্স-মিনিস্টার ঢাকা ও দ্বিতীয় ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ দিনের খেলা শেষে বিপিএল আবার ফিরবে ঢাকায়।
সূত্র : রাইজিংবিডি
Discussion about this post