টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন ব্র্যাক।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুম থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৯ হাজার ৫শত এবং উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য ২৭ হাজার মাস্ক হস্তান্তর করেন ব্র্যাকের কালিহাতী এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য কর্মসূচী) জালাল উদ্দিন।
এসময় ব্র্যাকের পিএস হুমাইরা খাতুন সহ উপজেলার কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের কালিহাতী এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য কর্মসূচী) জালাল উদ্দিন জানান, ব্র্যাক কর্মীদের মাধ্যমে এর বাইরে কালিহাতী উপজেলার বিভিন্ন মসজিদ, স্বাস্থ্যসেবীকা ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আরও ৫৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post