টাঙ্গাইলের কালিহাতীতে ৮০০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার নারান্দিয়া ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বকশিগঞ্জ মিয়াপাড়া গ্রামের দিলীপ ঋষির ছেলে আশিক ঋষি(১৮), পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার জগতপুরা মধ্যপাড়া গ্রামের কৈলাস চন্দ্র দাসের পলাশ চন্দ্র দাস (১৮), কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী ঋষিপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (১৯) ও একই গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে খুশি চন্দ্র দাস (১৯) প্রমুখ।
কালিহাতী থানার ওসি তদন্ত মনির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই করিম ও এএসআই তৈয়ম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার নারান্দিয়া ব্রীজের উপর থেকে দেশীয় তৈরি ৮০০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post