গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া পশ্চিম পাড়া নদীর পাড়ে পড়ে আছে অজ্ঞাত পরিচয় অসুস্থ এক বৃদ্ধ (৫৫)।
এই অবস্থায় বৃদ্ধকে বাঁচাতে মঙ্গলবার(৮ ফেব্রুয়ারী) দুপুরে মৃত্যুর জন্য অপেক্ষা করা এই বৃদ্ধের সদগতি করতে স্থানীয়রা খবর দেন মগড়া পুলিশ ফাঁড়িকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করেন।
হাতিয়া এলাকার ভ্যানচালক জলিল জানান, নদীর পাড়ে কয়েকদিন আগে সকাল বেলায় এসে দেখেন, ফুটপাতে এক বৃদ্ধকে শুইয়ে রাখা হয়েছে। তারা কথা বলতে চেষ্টা করলেও বৃদ্ধ কিছুই বলতে পারছেন না। নাম ঠিকানাও জানা যায়নি।
মগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে আশপাশে থাকা লোকজনদের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, বৃদ্ধটি জীর্ণশীর্ণ অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। কিন্তু তার কোনো ঠিকানা জানা যায়নি। মগড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিম হাতিয়া এলাকার লোকজনের সহযোগিতায় হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post