আজ সারাদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর পক্ষে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে খিলগাঁও থানাধীন ১,২ ও ৩ নং ওয়ার্ডের খিলগাঁও মডেল কলেজ থেকে খিলগাঁও তিলপাপাড়া মোড় হয়ে ৪নং জোন, শান্তিপুর স্কুল, আলী আহম্মেদ স্কুল হয়ে গোড়ান টেম্পু সট্যান্ড, নবাবী মোড় থেকে ভূইয়া পাড়ায় নির্বাচনী পথ সভা ও লিফলেট বিতরণ করেন। এসময় সাথে ছিলেন যুবলীগ কেন্দ্রীয় নেতা সরিফুল ইসলাম দূর্জয়, নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, সাইফুজ্জামান মুন্সী এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা সহ কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
Discussion about this post