টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পালপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আহত হয়েছে চারজন। বুধবার( ৯ ফেব্রয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী ইউনিয়নের পালপাড়া গ্রামের শংকর পালের সাথে প্রতিবেশী মৃত সুনীল পালের ছেলে তন্ময়ের সাথে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় শংকর পাল বাড়িতে না থাকায় সুনীর পালের ছেলে তন্ময়(২২) স্ত্রী অনিতা পাল (৪৭) ও একই এলাকার গনেষ পালের ছেলে সুভাষ পালসহ ৪/৫ অজ্ঞাত লোক এসে বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লক্ষাধীক টাকা ও স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় ওই হামলায় শিশুসহ ৪ ব্যাক্তি আহত হয়। আহতরা হলেন, শংকর পালের স্ত্রী জোসনা পাল (৪৫), ছেলে দুর্জয় পাল (১৮), মেয়ে স্বপ্না পাল (২৩) ও নাতনী অধরা (৫)। এদের মধ্যে গুরতর আহত জোসনা পালকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনি হাসপাতালে প্রেরন করেন। বাকীরা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়।
হামলায় আহত দুর্জয় পাল জানান, বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ থাকায় প্রতিবেশীর আত্মীয় প্রভাবশালী হওয়ায় আমাদের উপর হামলা করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলার পর আমাদের পরিবারের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তাদের হুমকিতে আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো. লুৎফর রহমান জানান , ঘটনাটি পারিবারিক, বিষয়টি মীমাংসার ব্যবস্থা চলছে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান. ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post