ইবিতে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৭ দিন ব্যাপী, ‘বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। (শনিবার) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির একটি কক্ষে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান। কর্মশালায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
সংগঠনটির সভাপতি এসএএইচ ওয়ালী উল্লাহ বলেন, “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তিতে দক্ষ নাগরিক গড়ে তোলা এবং সদস্যদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদানের অভিপ্রায়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে”।
প্রেস বিজ্ঞপ্তি
আবু তালহা আকাশ